দেওয়ানী কার্যবিধি The Code of Civil Procedure

একনজরে দেওয়ানী কার্যবিধি 

সর্বপ্রথম আইনে পরিণত হয় ১৮৫৯ সালে 

দ্বিতীয়বার সংশোধন হয় ১৮৯৫ সালে 

বর্তমানের দেওয়ানি কার্যবিধি প্রকাশিত হয় ১৯০৮ সালের ২১ শে মার্চ 

বলবৎ বা কার্যকর হয় ১৯০৯ সালের ১ জানুয়ারি

ইহা ১৯০৮ সালের ৫ নং আইন 

সর্বশেষ সংশোধনী হয় ২০১২ সালে 

মোট ধারা বা সেকশন আছে ১৫৮টি 

মোট আদেশ বা অর্ডার আছে ৫১ টি 

মোট তফসিল আছে ৫ টি 

ইহা একটি পদ্ধতিগত আইন 

ধারা সমূহ পরিবর্তন করতে পারে জাতীয় সংসদ 

বিধি সমূহ পরিবর্তন করতে পারে সুপ্রিম কোর্ট 

ধারা, তফসিল, আদেশ ও বিধির মধ্যে প্রাধান্য পাবে ধারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *