একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের কিছু গুণাবলী

গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর অর্থ হলো পোশাক বা গার্মেন্টস তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমনঃ কাপড়, এক্সেসরিজ ইত্যাদি কেনা এবং তা দিয়ে গার্মেন্টস তৈরি করে সেই গার্মেন্টস বিক্রি করা। উদ্দেশ্য থাকবে যে, গার্মেন্টস তৈরির জন্য প্রয়োজনীয় কাপড়, এক্সেসরিজ ও অন্যান্য জিনিসপত্র কেনার খরচ, গার্মেন্টস তৈরির জন্য নিয়োজিত শ্রমিক/কর্মচারীদের মুজরি/বেতন, ফ্যাক্টরি ভাড়া ইত্যাদি যাবতীয় মোট খরচের চাইতে গার্মেন্টস এর বিক্রয়মূল্য বেশি হতে হবে|

একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের কিছু গুণাবলী
১. ভালো স্পোকেন এন্ড রিটেন ইংরেজি জানতে হবে
২. কারিগরি বিভিন্ন শব্দ সম্বন্ধে, দক্ষ যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে
৩. পোশাক তৈরির কাঁচামাল আঁশ, সুতা, কাপড়, পোশাক এবং এক্সেসরিজ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে
৪. ডায়িং প্রিন্টিং, ফিনিশিং, ওয়াশিং, এমব্রয়ডারি এবং পোশাক প্রস্তুত করণের উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে
৫. কাপড়, পোশাক এবং এক্সেসরিজ এর কালার ফাস্টনেস এর উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে 
৬. কাপড় এবং পোশাকের  মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন ব্যবস্থার উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে
৭. আমদানি কারক এবং রপ্তানি কারক দেশসমূহের উপর ভালো জ্ঞান থাকতে হবে
৮. শিপিং এবং ব্যাংকিং ডকুমেন্টেশন এর উপর জ্ঞান থাকতে হবে
৯. আন্তর্জাতিক ক্রেতাদের আদেশ জারি বিষয়ক জ্ঞান থাকতে হবে
১০. পোশাক রপ্তানি কারখানার উপর জ্ঞান থাকতে হবে
১১. অংকে ভালো জ্ঞান থাকতে হবে
১২. অসাধারণ ব্যবহার, ব্যাক্তিত্ব এবং বুদ্ধিমান হতে হবে 
১৩. জনগণের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে উদ্বোদ্ধ বা মোটিভেশন করার গুণাবলী থাকতে হবে
১৪. কম্পিউটারে MS-Word, Excel, E-mail ইত্যাদি প্যাকেজ  এ কাজ করার জন্য ভালো জ্ঞান থাকতে হবে 

One thought on “একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের কিছু গুণাবলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *