মূসক কী?

মূসক হলো স্বনির্ধারণী পরোক্ষ কর। সরবরাহকৃত পণ্য বা সেবার ওপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের ওপর আরোপিত করই ঐ পণ্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক ।

ধরা যাক, কোন একটি পণ্য ১০০০ টাকায় ক্রয় করে ১৫০০ টাকায় বিক্রয় করলে, ঐ পণ্যটি ক্রয়ে ১০০০ টাকায় ১৩০.৪৩ টাকা মূসক অন্তর্ভূক্ত ছিল। (হিসাব: ১০০০ x ১৫/১১৫ তদ্রুপ, পণ্যটি ১৫০০ টাকায় বিক্রয় করলে এর মধ্যে ১৯৫.৬৫ টাকা মূসক অন্তর্ভূক্ত থাকবে। (হিসাব: ১৫০০ x ১৫/১১৫)

পণ্যটি ১৫০০ টাকায় বিক্রয় করায় প্রকৃত সংযোজন হবে ৫০০ টাকা এবং বিক্রেতা পণ্যটি ক্রয়কালে মূসকসহ মূল্য পরিশোধ করায় ক্রয়স্তরের অন্তর্ভূক্ত মূসক ফেরত নিয়ে বিক্রয়স্তরে প্রকৃত সংযোজনের উপর অর্থাৎ ৫০০ টাকার উপর মূসক পরিশোধ করবেন।

১৫০০ টাকার উপর পরিশোধযোগ্য মূসক ১৯৫.৬৫ টাকা

১০০০ টাকায় অন্তর্ভূক্ত মূসক ১৩০.৪৩ টাকা

নীট ৫০০ টাকার উপর পরিশোধযোগ্য মূসক ৬৫.৬২ টাকা (হিসাব: ৫০০ x ১৫/১১৫)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *