একনজরে দেওয়ানী কার্যবিধি
সর্বপ্রথম আইনে পরিণত হয় ১৮৫৯ সালে
দ্বিতীয়বার সংশোধন হয় ১৮৯৫ সালে
বর্তমানের দেওয়ানি কার্যবিধি প্রকাশিত হয় ১৯০৮ সালের ২১ শে মার্চ
বলবৎ বা কার্যকর হয় ১৯০৯ সালের ১ জানুয়ারি
ইহা ১৯০৮ সালের ৫ নং আইন
সর্বশেষ সংশোধনী হয় ২০১২ সালে
মোট ধারা বা সেকশন আছে ১৫৮টি
মোট আদেশ বা অর্ডার আছে ৫১ টি
মোট তফসিল আছে ৫ টি
ইহা একটি পদ্ধতিগত আইন
ধারা সমূহ পরিবর্তন করতে পারে জাতীয় সংসদ
বিধি সমূহ পরিবর্তন করতে পারে সুপ্রিম কোর্ট
ধারা, তফসিল, আদেশ ও বিধির মধ্যে প্রাধান্য পাবে ধারা
